আসসালামু আলাইকুম হজরত। আমার বাবা মৃত্যুর পূর্বে সুদি ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রেখে ছিলেন ৷ আমার পরিবারের কেউ এমনকি আমার আম্মু জানতেন না যে আব্বু ব্যাংকে টাকা জমা রেখেছেন ৷ তিনি কোন উদ্দেশ্যে রেখেছিলেন তা আমরা জানি না ৷ উনার মৃত্যুর চার থেকে পাঁচ বছর পরে আমরা জানতে পারি যে আমার বাবা ব্যাংকে টাকা জমা রেখে ছিলেন এবং সেগুলো সুদের টাকা জমাতে জমাতে প্রায় দ্বিগুণ হয়ে যায় ৷এখন আমার প্রশ্ন হলো সুদের বাড়তি টাকা গুলো তুলতে পারব কিনা তুলতে পারলে কি করবো সেগুলো দিয়ে?