না, আসরের সালাতের সাথে কোন অবস্থতাতেই মাগরিবের সালাত আদায় করা যাবে না। সফরে বা শরয়ী কোন ওজর থাকলে মাগরিব ও এশা একসাথে এশার ওয়াক্তে বা মাগরিবেরে ওয়াক্তে এবং জোহর ও আসর একসাথে যোহর বা আসরের সময় আদায় করতে পারবেন বলে অধিকাংশ আলেম মনে করেন। عَنْ مُعَاذٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يُصَلِّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا. মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সা. এর সাথে গাযওয়ায়ে তাবুকে বের হলাম। সেখানে রাসূলুল্লাহ সা. যোহর ও আসর এবং মাগরিব ও এশা একসাথে আদায় করলেন। সহীহ মুসলিম, হাদীস নং ১৬৬৫। বিস্তারিত জানতে আমাদের দেয়া 2801 নাম্বার প্রশ্নের উত্তর দেখুন।