As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5022

আকীকা

প্রকাশকাল: 30 Oct 2019

প্রশ্ন

আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ। তাই মিল রেখে ছোট ছেলের নাম আহমাদুল্লাহ রাখতে চাই। কিন্তু আহমাদুল্লাহ অর্থ আল্লাহর নিকট সবচেয়ে প্রশংসিত। এখন প্রশ্ন হলো : আহমদ,আহমাদুল্লাহ একমাত্র রাসুলকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন প্রশংসিত হিসেবে। কিন্তু আমি সাধারণ বান্দা হয়ে নিজেকে আল্লাহর সবচেয়ে প্রশংসিত বলতে পারি অর্থাৎ আহমাদুল্লাহ নাম রাখতে পারি? শায়েখ আহমাদুল্লাহ (হাফি) কেন তার নাম এটা বহাল রেখেছেন? অবশ্যই যৌক্তিকতা আছে। তার পরামর্শ চাই। প্রিয় শায়েখ আমার নিজের জন্য খুবই উত্তরটা জুরুরী

উত্তর

এই ধরণের নাম রাখতে সমস্যা নেই। নামের সুন্দর অর্থ বিবেচ্য, প্রায়েগিক অর্থ সব সময় বিবেচ্য নয়।