আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ। তাই মিল রেখে ছোট ছেলের নাম আহমাদুল্লাহ রাখতে চাই। কিন্তু আহমাদুল্লাহ অর্থ আল্লাহর নিকট সবচেয়ে প্রশংসিত। এখন প্রশ্ন হলো : আহমদ,আহমাদুল্লাহ একমাত্র রাসুলকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন প্রশংসিত হিসেবে। কিন্তু আমি সাধারণ বান্দা হয়ে নিজেকে আল্লাহর সবচেয়ে প্রশংসিত বলতে পারি অর্থাৎ আহমাদুল্লাহ নাম রাখতে পারি? শায়েখ আহমাদুল্লাহ (হাফি) কেন তার নাম এটা বহাল রেখেছেন? অবশ্যই যৌক্তিকতা আছে। তার পরামর্শ চাই। প্রিয় শায়েখ আমার নিজের জন্য খুবই উত্তরটা জুরুরী