As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5009

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 17 Oct 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। কোন বন্ধুর অসুস্থতার জন্য উত্তোলন করা (নিজ দায়িত্বে তোলা) টাকা টাকা থেকে কিছু টাকা নিজের খুব কাছের অসুস্থ নিকটাত্মীয়কে দান করা জায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, নির্দিষ্ট কারো জন্য সংগ্রহ করা টাকা অন্য কাউকে দেয়া যাবে না।