আসসালামু আলাইকুম। শায়খ একটা জিনিস জানতে চাচ্ছি। নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসূরা আল্লাহুম্মা ইন্নী জলামতু নাফসি…. এইটা পড়ি। অন্য একজায়গায় দেখলাম আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিন আযা-বিল ক্বাবরিআল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিন আযা-বিল ক্বাবরি ওয়া মিন আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল। এই দোয়াটা পড়ার পর সালাম ফিরানোর কথা বলা হয়েছে। আমি জানতে চাচ্ছি যে এই দুটো কি দোয়া কি একই সাথে পড়া যাবে অর্থাৎ প্রথমে আল্লাহুমা ইন্নী জলামতু নাফসি…
এইটা পড়ে তার পরে আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকান্মিন আযা-বিল ক্কাবর….এইটা পড়তে হবে নাকি দুইটার যেকোনো একটা পড়তে হবে?