আসসালামুয়ালাইকুম। আমি ৩ বছর আগে বাবা মাকে না জানিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের উদ্দেশ্য ছিল আল্লাহ্ এর সন্তুষ্টি। কারন আমরা জিনা থেকে বাঁচতে চেয়েছি এবং দুইজন এক সাথে জান্নাতে যেতে চাই। আমরা পরস্পর পরস্পর কে দ্বীনের ব্যাপারে সাহায্য করি। এবং আল্লাহ্ এর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমি আমার বাবার বাড়িতে থাকি এবং আমার স্বামী তার বাবার বাড়িতে। আমরা এক সাথে থাকি নাহ। সপ্তাহে ২-৩ দিন দেখা করি। পড়াশুনা শেষ করে আর ২ বছর পর পারিবারিকভাবে বিয়ে করব ইন শা আল্লাহ্। কিন্তু কিছুদিন আগে জানতে পারি আমাদের বিয়ে হয়নি। এরপর আমরা ২ জন এ বিভিন্ন হুজুর, আমার স্বামী যে মসজিদে নামাজ পরে তার ইমাম কে জিজ্ঞেস করলে তারা বলেন বিয়ে হয়েছে। অনুমতি নেয়া সুন্নত তবে বিয়ে অবৈধ হয়নি। আমি খুবই মানসিক চাপ এ আছি। আমি জিনাহ করতে চাইনা। আমি ওকে নিয়ে জান্নাতে যেতে চাই। আমি আল্লাহ্ কে ভয় করি। আমার স্বামী বলেছেন এই বিয়ে না হলে আমরা স্বামী স্ত্রী এর মতো থাকব নাহ। ও কখনই আমাকে জোর করবে নাহ হারাম দিকে। আলহামদুলিল্লাহ সে খুবই ভালো মানুষ। দয়া করে আমাদের করনীয় কি জানাবেন। আমি আপনার ভিডিও দেখি, অনেক অজানা বিষয় জানি। আপনাকে অনেক বিশ্বাস নিয়ে জিজ্ঞাশা করছি। বিয়ে কি হয়েছে? না হলে আমরা কিভাবে আবার বিয়ে করতে পারব? আমাদের গুনাহ হয়েছে কি?দয়া করে আমাকে তাড়াতাড়ি জানাবেন। আমি এই চাপ থেকে বাঁচতে চাই। জাঝাকাল্লাহ খইর।