আসসালামু আলাইকুম
১| আমার পরিচিত একজন একটি সরকারি কম্পানির কলনিতে থাকা কালীন কিছু ক্যাবল, পিতল,লোহা নিয়ে বিক্রি করে এখন এর থেকে মুক্তির উপায় কি? এই মুল্য এখন ওই কম্পানিতে ফেরত দেয়াও সম্ভব নয়। ২| একি ব্যক্তি আগে নেশায় জরিত থাকা কালিন কিছু নেশাদার দ্রব্য বাকিতে ক্রয় করে পরে আল্লাহর ইচ্ছায় সে ফিরে এসেছে, এখন এই বাকির মুল্য কি পরিশোধ করতে হবে?