আসসালামু আলাইকুম, হুজুর আমার নাম নাজমুল শাকিল, আমি ঢাকায় পান্থপথে থাকি, আমাদের ভবন ১৫ তলা এবং ৯০ টি ফ্লাট, মোট ৪৫০ জন লোকের বসবাস। ভবনের ছাদে ১ টি মসজিদ আছে যাতে ৫ ওয়াক্ত জামাতে নামাজ হয়, ইদানিং করোনার জন্য জুমার নামাজ হয়, ওয়াক্তের নামাজে ১/২ কাতারে ১২ জন মুসাল্লি হয়, এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলেন একে মসজিদ বলা যাবেনা, জামায়াত খানা বলতে হবে, আমার মতে জামাত খানা শিয়া আকিদার সাথে সম্পর্ক যুক্ত। আমাদের মসজিদকে কি মসজিদ নামকরণ করা যাবে।