আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ছিল আমি বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডার এ চাকরি করার খুব ইচ্ছা,কিন্তু সেখানে গেলে না চাইলেও অনেক শিরক করতে হতে পারে যেমন ছবির উপর ফুল দেয়া বা শহীদ মিনারে ফুল দেয়া ইত্যাদি, আমার প্রশ্ন আমাকে যদি এই কাজে বাধ্যকরা হয় আমার নিয়ত যদি থাকে পরিস্কার তাইলেও কি আমার শিরক এর গুনাহ হবে,প্রশাসন ক্যাডার অনেক গুরুত্বপূর্ণ জায়গা বিধায় সেখানে অনেক সময় গুরুত্বপূর্ণদায়িত্ব পালন করা লাগে যার ফলে কোনো দিবস আসলে এই ধরনের কাজ করতে বাধ্যকরে,এই টা ছাড়াও যেকোনো সরকারি চাকরি তে অনেকসময় এমন অনেক পরিস্থিতি চলে আসে যখন এমন কাজ করতে হয়,আমার প্রশ্ন আমি যদি নিয়ত ঠিক রাখি কিন্তু বাধ্যকরে আমাকে এই কাজ করানো হলে কি আমার শিরক এর গুনাহ হবে,নাকি সরকারি চাকরি করা থেকেই বিরত থাকা লাগবে,অনেকে বলছেনে এমন হবে জেনেও সরকারী চাকরি করা উচিত কারন প্রশাসনে ভাল লোক না গেলে খারাপ রা সেখানে যাবে আর তাতে সমস্যা আরো বাড়বে,উত্তর দিয়ে জানালে অনেক উপকার হবে?
আসসালামু আলাইকুম