As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4977

ঈদ কুরবানী

প্রকাশকাল: 15 Sep 2019

প্রশ্ন

একজন গরিব ব্যক্তির যদি নেসাব পরিমাণ সম্পদ না থাকে তারপরও কুরবানীর নিয়ত করে কিন্তু পশু না কেনে তাহলে তাঁর উপরে কি কুরবানী দেওয়া ওয়াজিব হবে?

উত্তর

না, কুরবানী ওয়াজিব হবে না।