As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4975

কুরআন

প্রকাশকাল: 13 Sep 2019

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম। আমি আরবি পড়তে পারি না। কিন্তু কোরআন মুখস্ত করতে চাই। বিধায় আমি পবিত্র কোরআনের পছন্দনীয় ও ছোট ছোট সুরাগুলি মোবাইলের একটা অ্যাপ থেকে মুখস্ত করি। আর বিভিন্ন ওয়েবপেইজ থেকে কপি করে প্রিন্ট করে নিই এবং মুখস্ত করি। মুখস্ত করার পর মিশারী রশিদ আল-আফাসি-এর আবৃতি শুনে উচ্চারন সহি করার চেষ্টা করি। আমি অনেক সময় রাস্তায় হাটতে হাটতে আত্বস্থ করার জন্য রিসাইটেশন করতে থাকি। আর রাতে মুখস্ত করার জন্য বারবার পড়ি বা পড়তে হয়। অনেক ক্ষেত্রে সেসব সময় আমার ওযু থাকে না। এখন আমার প্রশ্নঃ আমার এ মুখস্থ করার জন্য বারবার পড়া ও মনে রাখার জন্য সবসময় আবৃতি করা কি তেলাওয়তের মধ্য গন্য হবে? এ ঘটনার সাথে পাপ ও পুণ্য কি কোনও ভাবে সম্পর্কিত? এ ঘটনাগুলিকে কিভাবে কল্যাণকর করা যায়? জাযাকাল্লাহু খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রচেষ্টা আল্লাহ কবুল করে নিন। কুরআন যেভাবেই পড়ুন তেলাওয়াত হিসেবে গণ্য হবে, সওয়াব হবে। তবে উচ্চরণ সহীহ করার জন্য একজন আরবী শিক্ষকের কাছে আরবী শিখবেন, এর কোন বিকল্প নেই। শুধু তেলাওয়াত শুনে কুরআর পরিপূর্ণ সহীহ হওয়া অত্যন্ত কঠিন।