আস সালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকতুহ । গত ঈদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটে এবং একটি ছাগল শাবক তাতে আঘাত পায় । রাস্তাটি ব্যস্ত না হওয়ার কারণে আমার গাড়ির গতি ছিল ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা । রাস্তার মাঝখানে একটি ছাগল শাবক বসে ছিল এবং যখন আমি সেটা দেখতে পেয়েছি তখন বাম দিক বা দান দিক সাইড যাওয়ার উপায় ছিল না কারণ বাম দিকেও বেশ কয়েকটা ছাগল ছিল । তখন আমি ভুল বশত ছাগল শাবক টিকে আমার গাড়ির মাঝে দিয়ে পার করার সিদ্ধান্ত নিই । এবং যখন আমার গাড়িটি শাবকটিকে পার করে তখন সে উঠে দাড়াতে আমার গাড়ির নিচ অংশে ধাক্কা খায় । ঈদ নামাজ ধরার তাড়া থাকায় শাবকটিকে ভালো দেখার সুযোগ ও হয়ে উঠেনি । আমি শাবকটিকে পুরো পুরি মৃত অবস্থায় দেখিনি, যতটুকু দেখেছি তাতে তার নিহত হওয়ার সম্ভাবনা বেশি । যেখানে ঘটনা টি ঘটে সেটা জনশূন্য জায়গা ছাগলটির মালিক উদ্ধার করা বেশ কঠিন । প্রথমত আমার এই ভুল সিদ্ধান্ত এবং দ্বিতীয়ত শাবক টি আঘাত পাওয়াতে আমি খুবই অনুতপ্ত এবং আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ওইদিন এর ঈশার ওয়াক্তে করেছি । এখন আমি আমার এই অপরাধের বিষয়ে ইসলামে কি বিধান আছে তা জানতে চাই । জাজাক আল্লাহু খাইরণ ।