As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4971

বিচার আচার

প্রকাশকাল: 9 Sep 2019

প্রশ্ন

আস সালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকতুহ । গত ঈদের দিন আমি গ্রামের বাড়ি যাওয়ার পথে একটি দুর্ঘটনা ঘটে এবং একটি ছাগল শাবক তাতে আঘাত পায় । রাস্তাটি ব্যস্ত না হওয়ার কারণে আমার গাড়ির গতি ছিল ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা । রাস্তার মাঝখানে একটি ছাগল শাবক বসে ছিল এবং যখন আমি সেটা দেখতে পেয়েছি তখন বাম দিক বা দান দিক সাইড যাওয়ার উপায় ছিল না কারণ বাম দিকেও বেশ কয়েকটা ছাগল ছিল । তখন আমি ভুল বশত ছাগল শাবক টিকে আমার গাড়ির মাঝে দিয়ে পার করার সিদ্ধান্ত নিই । এবং যখন আমার গাড়িটি শাবকটিকে পার করে তখন সে উঠে দাড়াতে আমার গাড়ির নিচ অংশে ধাক্কা খায় । ঈদ নামাজ ধরার তাড়া থাকায় শাবকটিকে ভালো দেখার সুযোগ ও হয়ে উঠেনি । আমি শাবকটিকে পুরো পুরি মৃত অবস্থায় দেখিনি, যতটুকু দেখেছি তাতে তার নিহত হওয়ার সম্ভাবনা বেশি । যেখানে ঘটনা টি ঘটে সেটা জনশূন্য জায়গা ছাগলটির মালিক উদ্ধার করা বেশ কঠিন । প্রথমত আমার এই ভুল সিদ্ধান্ত এবং দ্বিতীয়ত শাবক টি আঘাত পাওয়াতে আমি খুবই অনুতপ্ত এবং আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ওইদিন এর ঈশার ওয়াক্তে করেছি । এখন আমি আমার এই অপরাধের বিষয়ে ইসলামে কি বিধান আছে তা জানতে চাই । জাজাক আল্লাহু খাইরণ ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেখানে দূর্ঘটনা ঘটেছে তার আশে-পাশের লোকালয়গুলোতে আপনি এই বিষয়টি সন্ধান করবেন। আপনি মালিককে পেয়ে যাবেন আশা করি, কারণ এমন ঘটনা ঘটলে পুরো পাড়া এমনকি অনেক সময় পুরো গ্রাম জানাজানি হয়। এরপর মালিককে ঐ ছাগলের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দিবেন। যারা বাড়িতে ছাগল পালন করে তারা সাধারণত নিম্ন আয়ের মানুষ হয়, তাই যদি সম্ভব হয় অতিরিক্ত কিছু টাকাও দিয়ে দিবেন।