As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4970

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Sep 2019

প্রশ্ন

আসছালামুআলাইকুম। আমার স্ত্রি মারা গিয়েছে ৪ মাস আগে। আমার ০১ মেয়ে বয়স ২ বছর ২ মাস। আমার স্ত্রিকে দেনমোহোর বাবদ গহনা দিয়ে ছিলাম। এখন এই গহনার অংশিদার কেকে এবং কার অংশ কত? আমার স্ত্রির বাবা নাই। মা, দুই বোন বড় বিবাহীত, এক ভাই, যে স্ত্রির ছোট এবং বিবাহ করে নাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই গহনার অংশিদার আপনি, আপনার মেয়ে, আপনার স্ত্রীর মা এবং তার ভাই। আপনার মেয়ে পাবে অর্ধেক, আপনি পাবেন ৪ ভাগের একভাগ, আপনার স্ত্রীর মা পাবে ৬ ভাগের একভাগ, বাকীটুকু পাবে তার ভাই। সেই হিসেবে আপনি ১২ টি ভাগ করবেন, ৬ ভাগ পাবে আপনার মেয়ে, আপনি পাবেন ৩ ভাগ, আপনর স্ত্রীর মা পাবে ২ ভাগ আর আপনার স্ত্রীর ভাই পাবে ১ ভাগ। প্রয়োজনে ফোন করবেন 01762629405 যে কোন দিন এশার পর।