আসসালামু আলাইকুম,
স্যার আমি একটি মেয়েকে পছন্দ করি। মেয়েটির পরিবারের সার্বিক অবস্থা আমার পরিবার থেকে নিচে। আমার বাবা-মা দুজনেই মাদরাসায় উচ্চশিক্ষিত। কিন্তু মেয়ে কিংবা মেয়ের পরিবারের কেউই মাদরাসায় শিক্ষিত নয় তবে তারা ইসলামী বিধান তথা নামাজ-রোযা-পর্দা এগুলো পালন করে সঠিকভাবে। তাদের মধ্যে আকিদাগত তথা পীরবাদ এমন কোনো সমস্যাও পাই নি। তাদের গ্রামের বাড়ি আমাদের থেকে বহুদূরে। আমার বর্তমান সমস্যা হলো আমি মেয়েটিকে বিবাহ করতে চাই। কিন্তু আমার বাবা-মা এই মেয়ের ব্যাপারে রাজি নয়। তাদের আপত্তি মেয়ের গ্রামের এলাকা ও তাদের পারিবারিক অবস্থা তথা নন-আলেম ও আর্থিক এইগুলো। কিন্তু আমি মেয়েকে অনেক পছন্দ করি। তার চরিত্র ও দ্বীনী বিষয় আমাকে আকৃষ্ট করেছে। এইক্ষেত্রে আমার করণীয় কি?