আসসালামুয়ালাইকুম আমার প্রশ্ন হলো ঃ
১. সাবানের মধ্যে যদি তরল নাপাকি তথা পেশাব অথবা বীর্জ লেগে যায় তাহলে পবিত্র করার উপায় কি?
২. করোনা সমস্যার জন্য অনেক সময় তরল হ্যন্ড স্যনিটাইজার ব্যবহার করা হয় মোবাইল অথবা অন্যান্যও জিনিস পরিস্কার করার জন্য। এতে করে কি মোবাইল আবার পানি দিয়া মুছে ফেলতে হয় কারন হ্যন্ড স্যনিটাইজার এ কিছুটা এলকোহল থাকে?