As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4942

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 11 Aug 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার এক বোন জানতে চেয়েছেন যে, তিনি অনেক বিয়েতে,বিভিন্ন ছেলে মেয়ে বন্ধুদের সাথে মুখ খোলা রেখে ছবি তুলেছেন। কিছু কিছু ছবি ম্যাকআাপ সহ তোলা হয়েছে। এখন, এতে কেমন গোনাহ হবে এবং এর থেকে পরিত্রাণের বিষয় কি?কেবল আল্লাহর কাছে ক্ষমা চইলেই হবে?নাকি একজন একজন করে ছবি গুলো ডিলিট করতে বলতেই হবে?তা না হলে কি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও পুরুষরা ছবি দেখতে পেলে আজীবন গুনা বাড়তেই থাকবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বোন যে তার ভুল বুঝতে পেরেছেন, এই জন্য তাকে মোবারকবাদ। যতটা সম্ভব ডিলেট করতে বলবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে পাশাপাশি, তওবা করবে, ভবিষ্যতে এই কাজ না করার দৃঢ় শপথ করবে।