As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4941

জুমআ

প্রকাশকাল: 10 Aug 2019

প্রশ্ন

আমি বিগত কয়েক জুমা এলাকার বাইরে গিয়ে আহলে হাদিস মসজিদে নামাজ পড়ি। কারন হাদিসে পড়েছি জুমার খুতবায় দোয়া কবুল হয়। কিন্তু আমাদের এলাকায় খুতবার সময় দোয়া পড়া হয়না। এখন এলাকার বাইরে গিয়ে নামাজ পড়ার কারনে আমি কি কোন হুকুম তরফ করছি?

উত্তর

এলাকার বাইরে গিয়ে নামায পড়াতে কোন অসুবিধা নেই। জুমুআর দ্বিতীয় খুৎবাতে সব জায়গাতেই কম-বেশী দুআ করা হয়। আপনি যেখানে বেশী দুআ করা হয়, সেখানে নামায পড়তে পারেন।