As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4934

ঈদ কুরবানী

প্রকাশকাল: 3 Aug 2019

প্রশ্ন

আসসুন্নাহ ফাউন্ডেশন এর সবার জন্য কুরবানী প্রকল্পে টাকা পাঠিয়ে পূর্ন/এক সপ্তমাংশ প্যকেজে কুরবানীতে অংশ নেয়া যায়। প্রশ্ন হচ্ছে- ১। নিজ এলাকায় একা/শেয়ারে কুরবানী করার সামর্থ থাকা সত্ত্বেও কেউ যদি নিজ এলাকায় কুরবানী না করে এই প্যাকেজে অংশ নেয় এটা বৈধ হবে কি না?
২। ঢাকার বাইরে কুরবানীর পশুর দাম তুলনামূলকভাবে কম। কেউ যদি ঢাকায় অবস্থান করে ঢাকার বাইরে টাকা পাঠিয়ে পুর্ন/শেয়ারে কুরবানী দেয় তাহলে এটা বৈধ হবে কি না?

উত্তর

১। জ্বী, । নিজ এলাকায় কুরবানী করার সামর্থ থাকা সত্ত্বেও কেউ যদি নিজ এলাকায় কুরবানী না করে এই প্যাকেজে অংশ নেয় তাহলে তার কুরবানী আদায় হয়ে যাবে। তবে দান সাদাকার ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকা দেওয়া উত্তম। ২। জ্বী, কুরবানী হয়ে যাবে।