As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4924

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Jul 2019

প্রশ্ন

একজন মায়ের ১০ ভরি স্বর্ণালঙ্কার আছে। সেখান থেকে সে তার নাবালিকা মেয়েকে ৩ ভরি স্বর্ণালঙ্কার দিলে সেই মার আর যাকাত দেয়া লাগবে কি?

উত্তর

সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে যাকাত ওয়াজিব। যদি অন্য কোন সম্পদ না থাকে তাহলে সাত ভরি স্বর্ণের কারণে ঐ মাকে যাকাত দিতে হবে না। তবে যাকাতে দেওয়া থেকে রক্ষা পেতে যদি সে তিন ভরি মেয়েকে দেয়ে দেয় তাহলে এটা খারাপ সিদ্ধান্ত, দু:খজনক ব্যাপার। যাকাত সম্পদ বাড়িয়ে দেয়, কমায় না।