As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4923

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Jul 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম! আমার ফেসবুকে একটি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটিকে যদি তকদিরে না থাকে তাহলে বিয়ে করা সম্ভব না। কিন্তু মনে হয় মেয়েটি আমাকে পছন্দ করে। এই অবস্থায় ওই মেয়ের সাথে ফোনে,চাটে কথা বললে বা মেয়েটির প্রতি মায়া বা ভালোবাসা সৃষ্টি হলে কি গোনাহ হবে? আর এতে কি আল্লাহর সাথে সম্পর্কে বাধা সৃষ্টি করবে এই অবস্থায় আমার কি করা উচিত?
আমি কিন্তু আল্লাহর দয়া,রহমত,ভালোবাসা ও মায়া চাই এবং এইজন্য সব করতে পারি ইংশায়াল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঐ মেয়ের সাথে কথা বলা, ম্যাসেজ দেওয়াসহ যে কোন ধরণের যোগাযোগ আপনার জন্য সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। নন-মাহরাম মেয়েদের সাথে এই ধরণের কোন যোগাযোগের অনুমতি ইসলাম দেই না। সুতরাং এখনই আপনাকে এই হারাম কাজ থেকে বিরত হতে হবে।