ওয়া আলাইকুমুস সালাম। একজন মূমিনের জন্য উচিৎ হলো কুরআন ও সুন্নাহর সামনে নিজেকে সমর্পন করা। কুরআন-সুন্নাহর আলোকে নিজের জীবনকে পরিচালিত করা। সাহাবী তাবেঈগণ ধ্যান করেন নি। করার প্রয়োজনও মনে করেন নি। অনেক সময় এর মাধ্যমে মানুষ কুরআন-হাদীস ছেড়ে বিপথে চলে যায়। সুতরাং মূমিনের জন্য আবশ্যক এই সব বাজে কাজ পরিহার করা। আল্লাহ আমাদের তাওফিক দিন।