As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4916

সালাত

প্রকাশকাল: 16 Jul 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম
আমার সালাত ও সালাম দেওয়া সম্পর্কে দুইটা প্রশ্ন আছে। [১] জামআতে সালাত পড়ার সময় ইমাম যখন (আল্লাহু আকবর) বলে তাকবির দেয়, যেমন : রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় (সামিআল্লাহ- হুলিমান হামিদাহ্ বলে), সিজদাহ্ এ যাওয়ার সময়, সিজদাহ্ থেকে উঠার সময়। তখন কি ইমামের পিছনে যারা মুসল্লী তারাও কি এই তাকবির গুলো দিবে?
সালাতের শুরুতে ইমাম (আল্লাহু আকবর) বলে সালাত শুরু করে তখন তো মুসল্লীদেরও সেই তাকবির দিয়ে সালাত শুরু করতে হয়। তাহলে অন্য তাকবির গুলোও কি মুসল্লীদের দিতে হবে নাকি না দিলেও হবে?
[২] আমি মসজিদে গিয়ে (মসজিদের ভিতর ঢুকে) সবাইকে সালাম দেই। এটা কি ঠিক আছে?
কিছু লোক আবার ওই সময় সুন্নত সালাত পড়ে। যেমন : ফযরে এবং যোহরে। তখনও কি সালাম দেওয়া যাবে?
প্রশ্নগুলোর উত্তর দিলে খুব উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাতের শুরুতে ইমাম (আল্লাহু আকবর) বলে সালাত শুরু করে তখন তো মুসল্লীদেরও তাকবীর দিয়ে সালাত শুরু করা ফরজ। যে কোন সালাত শুরু করার সময় যে তাকবীর দেওয়া তাকবীরে তাহরীমা বলে আর তাকবীরে তাহরীমা ফরজ। এছাড়া রুকু-সাজদা ও অন্যান্য সময়ের তাকবীর দেওয়া সুন্নাত। সুন্নাত তাকবীরগুলো না দিলেও সালাত শুদ্ধ হবে তবে বিনা কারণে সুন্নাত ত্যাগ না করা একজন মূমিনের একান্ত কর্তব্য। ২। মসজিদের ভিতর নামায পড়লে মসজিদের ভিতর সবার উদ্দেশ্যে সালাম দিবেন না। যদি কেউ নামায না পড়ে তাহলে সালাম দিবেন। এটাই অধিকাংশ আলেমের মত। তবে অনেক আলিমের মতে সালাম দেওয়ার অনুমতি আছে। যারা নামাযের মধ্যে আছে তারা হাত দ্বারা ইশারা করে উত্তর দিবে।https://www.islamweb.net/ar/fatwa/16214/%D9%82%D9%88%D9%84-%D8%A3%D9%87%D9%84-%D8%A7%D9%84%D8%B9%D9%84%D9%85-%D9%81%D9%8A-%D8%A5%D9%84%D9%82%D8%A7%D8%A1-%D8%A7%D9%84%D8%B3%D9%84%D8%A7%D9%85-%D8%B9%D9%86%D8%AF-%D8%AF%D8%AE%D9%88%D9%84-%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%AC%D8%AF