As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4914

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Jul 2019

প্রশ্ন

আসসালামুলাইকুম, সরকারি চাকুরীতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা আছে যেটা মুক্তিযোদ্ধা কোটা নামে পরিচিত. এটা গ্রহন করে চাকুরী করা হালাল হবে কি না.এতে কোন মেধাবী র হক নষ্ট হবে কি না.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই কোটা গ্রহন করে চাকুরী করলে চাকুরী হালাল হবে।