আস-সালামু আলাইকুম ওয়া রহ্মাতুল্লাহ। আমি একজন ২৩ বছর বয়সী ছেলে। পবিত্রতা সম্পর্কিত বেশ কয়েকটা ঘটনা আমাকে সবসময় পীড়া দিচ্ছে, নামাজে মনোনিবেশ এবং আদায় করতে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশ্ন ১ঃ প্রসাব করার পর আমি সাধারণত আগে টিস্যু এবং পরে পানি নিই। কিন্তু টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় ৭-৮ বার টিস্যু ব্যবহার করার পরেও সামান্য (সূচাগ্র পরিমাণ বলতে পারেন) পরিমাণ ভেজাভাব টিস্যুতে দেখা যায়। এমতাবস্থায় আর টিস্যু ব্যবহার না করে পানি ব্যবহার করে উঠে এলে কি পবিত্রতা অর্জন হবে? অথবা টিস্যু একবারও ব্যবহার না করে প্রথমবার শুধু পানি ব্যবহার করে উঠে এলে কি পবিত্রতা অর্জন হবে যেহেতু ভেজা টিস্যু সবসময় আমাকে বিভ্রান্তিতে ফেলে দেয়?
প্রশ্ন ২ঃ কখনো কখনো ইস্তিঞ্জা এর পর নামাজে দাঁড়ালে কিংবা ৩-৪ মিনিট অথবা আরো পরে পুরুষাঙ্গ দিয়ে সামান্য প্রসাব বের হচ্ছে মনে হয়। নিরীক্ষণ করতে গেলে কিছু সময় ভেজাভাব দেখতে পাই, কিছু সময় স্বাভাবিক। নিরীক্ষণ তো সবসময় সবস্থানে করা সম্ভব নয়। এক্ষেত্রে আমি কি ব্যবস্থা নিতে পারি পবিত্র থাকার জন্য? নাপাক এক্ষেত্রে যদি এক দিরহাম এর কম বলে মনে হয় তাহলে কি আমি ঐ পরিমাণ নাপাকিকে স্বেচ্ছায় অগ্রাহ্য করতে পারি?
প্রশ্ন ৩ঃ ঘুম থেকে ওঠার পর পুরুষাঙ্গ নিরীক্ষণ করা আমার বদঅভ্যাস হয়ে গিয়েছে। এক্ষেত্রে কখনো কখনো পুরুষাঙ্গের ডগায় হালকা পরিমাণ পানি দেখতে পাই যা মজি কিংবা মনি নয়। এক্ষেত্রে ফজরের নামাজ আদায়ের করার জন্য কিভাবে পবিত্রতা অর্জন করতে পারি? এক্ষেত্রে পরিধেয় কাপড়ও কি ধুয়ে ফেলতে হবে যদি কাপড়ে কোনো দাগ বা ভেজাভাব না থাকে?
অনুগ্রহ করে উত্তরগুলো জানাবেন। জাযাকাল্লাহু খইর।