As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4884

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 Jun 2019

প্রশ্ন

আসসালামুওয়ালাইকুম। আমি পোশাক শিল্পের সাথে জড়িত। এমন অনেক পোশাকই তৈরি করতে হয় যার ব্যবহার শরীয়ত সম্মত ভাবে হবে কিনা তা জানা বা নিশ্চিত করার সুযোগ নেই। এছাড়াও আমি গার্মেন্টস স্টক লটের ব্যবসা করি। সাধারণত গার্মেন্টস স্টক লট বলতে বুঝায় কোন তৈরি পোশাক কারখানায় অর্ডার ক্যান্সেল বা অর্ডার অনুযায়ী পণ্য উৎপাদনের পর বেচে যাওয়া কাচামাল দিয়ে তৈরি পোশাক যা পাইকারি দরে আমি কেনা ও বেচা করি। তবে বেচে যাওয়া কাচামাল দিয়ে তৈরি পোশাকে অধিকাংশ ক্ষেত্রেই মুল ক্রেতার অনুমতি ছাড়াই তাদের ট্রেডমার্ক ব্যবহার করা হয়। এধরনের পরিস্থিতিতে এই ব্যবসা দুটি করা আমার জন্য হালাল কিনা তা জানালে বাধিত থাকব। জাজাকাল্লহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পোশাকের ব্যবহার শরীয়তসম্মতভাবে হবে কিনা এটা দেখার দায়িত্ব আপনার না। সুতরাং এই বিষয়ে আপনার চিন্তা করার দরকার নেই। তবে মুল ক্রেতার অনুমতি ছাড়াই তাদের ট্রেডমার্ক ব্যবহার করে পোশাক বাজারজাত করা সম্পূর্ণভাবে অবৈধ, না জায়েজ, হারাম কাজ।