আস্সালামুআলাইকুম শায়েখ, অনেক সময় দেখা যায় আমার প্রতিষ্ঠান প্রধান কোম্পানির নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য পণ্য বিক্রয়ের জন্য বলেন। এবং মাঝে মাঝে বলেন যে কোম্পানির নির্ধারিত পণ্যের পরিবর্তে নিম্ন মানের পণ্য দিয়ে কাজ সম্পন্ন করতে। পূর্বে কোনো পণ্যের দাম কম কিন্তি এখন পণ্যের দাম বেশি, ঐ ক্ষেত্রে বলেন যে বর্তমানে যে দাম রয়েছে সে দামে বিক্রির জন্য যদিও ঐ পণ্যটি পূর্বের কম দামে খেনা। এক্ষেত্রে আমার করণীয় কী? আমার এ কাজগুলো করতে খারাপ লাগে কিন্তু প্রতিষ্ঠান মালিকের নির্দেশ এবং এতে তুলনামূলক লাভ বেশি। আমি যে প্রতিষ্ঠানে চাকুরি করি সেটা একটি কোম্পানির ডিলার।