As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4878

হাদীস

প্রকাশকাল: 8 Jun 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি বিভিন্ন ওয়াজে একটি ঘটনা শুনেছি। হযরত উসমান (রা) একবার নবি (সা) কে বললেন যে হুজুর আমার সম্পদ কমে না। পরে নবি (সা) বললেন তুমি উটের পিঠে চড়ে খাদ্যগ্রহণ করবে। কিছুদিন পর হযরত উসমান (রা) একই অভিযোগ জানালেন। এরপর রাসুলুল্লাহ (সা) জিজ্ঞেস করলেন উটের পিঠ থেকে খাওয়ার সময় খাদ্যবস্তু নিচে পড়ে গেলে তুমি কি করতে?
আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটি কি কোনো সহীহ হাদিস দ্বারা সাব্যস্ত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ধরণের কোন গ্রহনযোগ্য হাদীস আমরা পাচ্ছি না। এই ঘটনাটি বানোয়াট হতে পারে।