ওয়া আলাইকুমুস সালাম। জন্মদিন, মৃত্যুদিবস, বিবাহবার্ষিকী এগুলো মুসলিম সংস্কৃতির অংশ নয়। এগুলো মূলত পশ্চিমা সভ্যতার অংশ। সুতরাং ইসলাম এগুলোকে অনুমোদন দেয় না। ২। মোবাইলের গেমের মধ্যে যদি হারাম কিছু না থাকে তাহলে হারাম হবে না। তবে এসব খেলা ইবাদতের স্বাদ নষ্ট করে, সময় নষ্ট করে সুতরাং যে কোন ধরণের মোবাইল গেম থেকে বিরত থাকা একজন মূমিনের একান্ত কর্তব্য।