As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4875

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 5 Jun 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি বিয়ে করেছি ১ বছর হয়েছে। বিয়ের পর আমি এবং আমার স্ত্রী ২ জনেই নিয়ত করে ছিলাম আল্লাহ্ যদি চাহেন উমরা পালন করে সন্তান নেওয়ার চেষ্টা করবো, সেই অনুযায়ী উমরা পালনের প্রস্তুতি নিয়ে ছিলাম কিন্ত করনার কারনে বাংলাদেশীদের উমরা পালন এখন পর্যন্ত বন্ধ আছে তাই আমরা আমাদের নিয়ত এখনও সম্পন্ন করতে পারিনি এবং জানিও না আল্লাহ্ কখন আমাদের এই নিয়ত পূরণ করবেন। আমরা কি পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবো, তারপর উমরা সম্পন্ন করে সন্তান নেওয়ার চেষ্টা করবো? নাকি এখনি সন্তান নেওয়ার চেষ্টা করবো, পরে কোন একসময় সুবিধা মত উমরা পালন করবো। এখন আমাদের করনীয় কি? শায়েখ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ পেলে উপকৃত হব। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উমরা করে সন্তান নিবো, এটা কোন ভালো নিয়ত বলে মনে হয় না। উমরা পালনের সাথে সন্তান নেওয়াকে সংযুক্ত করা খুবই অনুচিত কাজ। আপনারা এখনই সন্তান নিবেন। আর সময়-সুযোগ হলে উমরা করে নিবেন।