As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4867

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 28 May 2019

প্রশ্ন

১.প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার না করে একটি পোষাক পরে থাকলাম। তারপর একসময় সেই পোশাকটি পরিবর্তন করে নতুন পবিত্র পোষাক পরলে সে পোষাক কী অপবিত্র হয়ে যাবে?
২.প্রস্রাবের দ্বারা নাপাক কাপড় তিনবার ধোয়ার সময় প্রতিবার কিছু পানি পবিত্র জায়গায় চলে আসে। এতে করে কী নতুন জায়গা অপবিত্র হবে?তারপর পুরো কাপড়টার উপর আবার পানি প্রবাহিত করলে কী সেটি পবিত্র হয়ে যাবে?

উত্তর

শরীরে লেগে থাকা পেশাব যদি শুকিয়ে যায় তাহলে নতুন পরিধেয় পোশাক অপিবত্র হবে না। তবে কাজটি ঝুকিপূর্ণ হওয়ায় এড়িয়ে যাওয়ায় শ্রেয়। ২। অপবিত্র পানি পবিত্র স্থানে লাগলে নাপাক হয়ে যাবে। নাপাক হওয়া স্থান পানি দিয়ে ধুতে হবে। সুতরাং নাপাকির স্থান ধুতে গিয়ে নতুন জায়গায় নাপাক লাগলে পুরো কাপড় ধুলে কাপড়টি পবিত্র হয়ে যাবে।