১.প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার না করে একটি পোষাক পরে থাকলাম। তারপর একসময় সেই পোশাকটি পরিবর্তন করে নতুন পবিত্র পোষাক পরলে সে পোষাক কী অপবিত্র হয়ে যাবে?
২.প্রস্রাবের দ্বারা নাপাক কাপড় তিনবার ধোয়ার সময় প্রতিবার কিছু পানি পবিত্র জায়গায় চলে আসে। এতে করে কী নতুন জায়গা অপবিত্র হবে?তারপর পুরো কাপড়টার উপর আবার পানি প্রবাহিত করলে কী সেটি পবিত্র হয়ে যাবে?