As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4856

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 17 May 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১.বালতির পানিতে নাপাক কাপড় ধোয়া পানির ছিঁটা পরলে সে পানি কী নাপাক হবে?
২.আমি বালতির পানিকে নাপাক ধরে নিয়ে সে পানি ফেলে দিয়ে নতুন করে পানি নিয়ে কাজ সম্পন্ন করি। কিন্তু তার মধ্যে বালতিটিকে আলাদাভাবে ধুয়ে নিই নি। এতে কী কোনো সমস্যা হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, নাপাক কাপড় ধোয়া পানির ছিটা পড়লে বালতির পানি নাপাক হয়ে যাবে। ২। বালতির পানি ফেলে দিলেই হবে। আলাদা বালতি ধোয়া লাগবে না।