As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4847

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 8 May 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আমি একটি টি-শার্ট পরিধান করি। টি-শার্ট টি একটি সিগারেট কোম্পানির। টি-শার্ট এ সিগারেট কোম্পানির কোন নাম বা লোগো নেই। শুধু লেখা আছে ( ask me about an international test ).. আমার প্রশ্ন এই টি-শার্ট টি পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। লেখার কারণে সমস্যা নেই, সমস্যা অন্য জায়গাতে। সিগারেট উৎপাদন, বাজারজাত, বিক্রি, ধুমপান সবই হারাম, অবৈধ। সুতরাং অবৈধ আয়ের টি-শার্ট পরা আপনার জন্য জায়েজ হবে না। নামাযের সময়ও না, অন্য কোন সময়ও না। নীচের হাদীসটি লক্ষ্য করুন: ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ، ثُمَّ يَمُدُّ يَدَهُ إِلَى السَّمَاءِ: يَا رَبِّ، يَا رَبِّ، وَمَطْعَمُهُ حَرَامٌ، وَمَشْرَبُهُ حَرَامٌ، وَمَلْبَسُهُ حَرَامٌ، وَغُذِّيَ بِالْحَرَامِ، فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ، একটি লম্বা হাদীসের শেষে রাসূলুল্লাহ সা. এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিন্যস্ত ও সারা শরীর ধূলিমলিন। সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রভু! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবন-জীবিকাও হারাম। এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? (তিরমিজি, হাদিস : ২৯৮৯)