ক্যাডেট কলেজে যারা পড়ে তাদেরকে অনেক সময় অনেক হারাম কাজ করতে বাধ্য করা হয়। যেমনঃ দাড়ি কাটা,সপ্তাহে বাধ্যতামূলকভাবে সিনেমা দেখান,অনেক সময়ই জামাতে সালাত পড়া যায় না। এখন ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু কোন ছাত্রকে পড়ানো কি জায়েজ হবে?আমি একজনকে পড়াই। হারাম হলে কি আমাকে টাকাগুলো দান করে দিতে হবে? উত্তর পেলে খুবই উপকৃত হব।