আস্সালামু আলাইকুম। আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হল: নামাজের মধ্যে ঠোট না নেড়ে মনে মনে দোয়া, সুুরা ইত্যাদি কি পড়া যাবে? দয়া করে কোরআন সুুুুুন্নাহর আলোকে উত্তর দিবেন।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, মনে মনে পড়া যায় না, কল্পনা করা যায়। পড়তে হলে অবশ্যই মুখ নাড়াতে হবে। মুখ নাড়িয়ে স্পষ্ট উচ্চারণে পড়তে হবে।