As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4837

হাদীস

প্রকাশকাল: 28 Apr 2019

প্রশ্ন

আমাদের দেশে যে রাজনৈতিক ব্যবস্তা সরকার দল ও বিরুধি দল দুটির প্রধানহচ্ছেন নারী। এবং বর্তমান আমাদের দেশের প্রধানমন্ত্রী ও একজন নারী
এছাড়া অনেক ইসলামি দল আছে যারা নারীনেতৃত্ব দের সাথে রাজনীতি করছে কিন্তু আমি শুনেছি ইসলাম নারী নেতৃত্ কে হারাম বলছে। এ বিষয়ে সঠিক টা জানার ছিল?

উত্তর

এই বিষয়ে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. এর বক্তব্য জানতে নিচের ঠিকানায় প্রবেশ করুন। https://www.youtube.com/watch?v=BCVnTMyZfoE শিরোনাম: নারী নেতৃত্ব থেকে বের হওয়ার এক মাত্র পথ দেখালেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রা) Beautiful Islam