As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 483

সুন্নাত

প্রকাশকাল: 27 May 2007

প্রশ্ন

নিয়ত তো অন্তরে করতে হয় অর্থাৎ নিয়ত পড়তে হয় না। যাই হোক মনে করুন আমি কোন ওয়াক্তের সালাতের ইমামতি করব, আর এই ক্ষেত্রে আমি কিভাবে নিয়ত করব? যেহেতু আমি তখন ইমাম হয়ে সালাত আদায় করব।

উত্তর

নিয়ত হচ্ছে হ্নদয়ের ইচ্ছা। সুতরাং ইচ্ছাটাই এখানে মুখ্য। মুখে নিয়ত করা না করা কোন বিষয় নয়। মুখে নিয়ত করার কথা হাদীসে উল্লেখ নেই তাই মুখে নিয়তের বিশেষ কোন ফজিলত নেই। ইমামতি করার সময় আমি নামায পড়াচ্ছি এতটুকু মনে রাখতে হবে।