As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4828

জুমআ

প্রকাশকাল: 19 Apr 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম প্রিয় স্যার। দয়া করে আমার জন্য আপনার মূল্যবান সময় খরচ করে কুরআন সুন্নাহর স্পষ্ট প্রমাণ সহ একটা প্রশ্নের উত্তর দিন প্লিজ প্লিজ প্লিজ। প্রশ্নটা তুলেছেন আমার এলাকার একজন আলেম। তার প্রশ্ন হলোঃ গ্রামে জামে মসজিদ প্রতিষ্টা এবং তাতে জুসআর সলাত পড়া বিদআত। সলাত হবেইনা। আমি জানতে চাই 1 কোথায় কোন কোন শর্তে জামে মসজিদ প্রতিষ্টা করা যায়? 2 গ্রামের মসজিদ গুলোতে সলাত হবে কিনা? 3 যদি হয় তবে কি কি প্রমাণের ভিত্তিতে সেটা হবে? প্রিয় ভাই আমি জানি আপনি প্রচুর ব্যস্ত মানুষ তবুও এ প্রশ্নের উত্তর জানা আমার জরুরী তাই বাধ্য হয়ে উত্তর পাওয়ার নিয়ে আগ্রহ নিয়ে প্রশ্নটা করলাম। আশা করি নিরাশ করবেননা! যাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জুমুআর সালাত আদায় করার জন্য শহর শর্ত কিনা এই নিয়ে ফকীহদের মাঝে হালকা মতভেদ আছে। ১। প্রসিদ্ধ চার মাজহের মধ্যে তিন মাজাহাবের আলেমদের নিকট অর্থাৎ শাফেয়ী, হাম্বলী ও মালেকি মাজহাবে জুমুআর সালাত আদায় করার জন্য শহর হওয়া আবশ্যক নয়। কিছু মানুষ একত্রিত হয়ে যে কোন জায়গাতে জুমুআর সালাত আদায় করতে পারবে। শহর ও গ্রামের হুকুম একই। উভয় জায়গাতে জুমুআর সালাত বৈধ। ২। শুধুমাত্র হানাফী মাজহাবে জুমুআর সালাত সহীহ হওয়র জন্য একটি শর্ত হলো শহর হওয়া। হানাফী আলেমদের নিকট শহর হলো যেখানে সরকারের প্রতিনিধি উপস্থিত থাকে এবং (কম-বেশী) বিচারের ব্যবস্থা থাকে।এই হিসেবে আমাদের দেশের সকল গ্রামই শহর। কারণ প্রতিটি গ্রামেই ইউনিয়ন পরিষদের মেম্বর থাকে। ছোট-খাটো বিচার, গ্রাম্য বিভিন্ন বিবাদের তারা ফয়সালা করেন। সুতরাং বাংলাদেশের গ্রামগুলোতে জুমুআর সালাত আদায় করতে কোন সমস্যা নেই। হাদীসের আলোকে ১ম মতটি অর্থাৎ শহরের কোন শর্ত না করাটা অগ্রগণ্য। প্রয়োজনে আরো বিস্তারিত জানতে দেখতে পারেন পারেন https://www.islamweb.net/ar/fatwa/7637/%D8%B4%D8%B1%D9%88%D8%B7-%D8%B5%D9%84%D8%A7%D8%A9-%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%B9%D8%A9