আসসালামু আলাইকুম প্রিয় স্যার। দয়া করে আমার জন্য আপনার মূল্যবান সময় খরচ করে কুরআন সুন্নাহর স্পষ্ট প্রমাণ সহ একটা প্রশ্নের উত্তর দিন প্লিজ প্লিজ প্লিজ। প্রশ্নটা তুলেছেন আমার এলাকার একজন আলেম। তার প্রশ্ন হলোঃ গ্রামে জামে মসজিদ প্রতিষ্টা এবং তাতে জুসআর সলাত পড়া বিদআত। সলাত হবেইনা। আমি জানতে চাই 1 কোথায় কোন কোন শর্তে জামে মসজিদ প্রতিষ্টা করা যায়? 2 গ্রামের মসজিদ গুলোতে সলাত হবে কিনা? 3 যদি হয় তবে কি কি প্রমাণের ভিত্তিতে সেটা হবে? প্রিয় ভাই আমি জানি আপনি প্রচুর ব্যস্ত মানুষ তবুও এ প্রশ্নের উত্তর জানা আমার জরুরী তাই বাধ্য হয়ে উত্তর পাওয়ার নিয়ে আগ্রহ নিয়ে প্রশ্নটা করলাম। আশা করি নিরাশ করবেননা! যাযাকাল্লাহ খাইরান।