আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রশ্ন : আমি একজন পেশাগত গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনে বিভিন্ন ধরনের কাজ আছে যেমন পোস্টার ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন, ছবি এডিটিং সহ আরো অনেক কাজ আছে। ছবি এডিটিং এর মধ্যে বিভিন্ন দেশের বায়ারদের বা ক্রেতাদের (মেয়ের) ছবি এডিট করতে হয়। এখানে তাদের শুধু মুখের ছবি এডিট করতে হয়। এখন আমার প্রশ্ন হলো আমি কি এসকল বাইরের দেশের মেয়েদের ছবি এডিট করতে পারব এই পেশাটা কি আমার জন্য হালাল হবে? অনুগ্রহ করে জানাবেন জাযাকাল্লাহু খাইরান।