আসসালামু আলাইকুম, আমি ১৮ বছর বয়সী একজন নারী। সম্প্রতি আমি বিয়ে করার প্রয়োজনীয়তা অনুভব করছি।কিন্তু আমার বাবা মা সচেতন মুসলিম হওয়া সত্ত্বেও আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আমার বিয়ে দিতে চান না। এসবের এখনো ৬-৮ বছর বাকি।অন্যের বিয়ে বিষয়ে কথা বললেও থামিয়ে দেন।তাড়াতাড়ি বিয়ের জন্য আল্লাহর কাছে কি আমল করা যেতে পারে? এছাড়া আমার এক বিবাহযোগ্য উত্তম চরিত্রবান ও মুমিন আত্মীয় আছেন। তাকে আমি বিয়ে করতে ইচ্ছুক। বললে পরিবারে আমাকে অবজ্ঞার শিকার হতে হবে।তাই বলতেও পারছি না।এক্ষত্রে আমি কি করতে পারি?