As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4807

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 Mar 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। প্রশ্ন: আমার শশুর নামায পড়েনা বললেই চলে, তিনি কি কাফির হয়ে গেছেন? ১. যদি হয়ে থাকেন আমি কি বলতে পারব নাকি, সমাজ থেকে উনাকে কাফির ঘোষণা দিতে হবে? ২. আমার শাশুড়ী, স্ত্রী এবং আমার কি করা উচিত? ৩. উনি আমাদের জন্য খরচ করেন উনার নিজের ইচ্ছাতে (যেমন, মাঝে মাঝে কিছু ভালো খাবার পাঠান, জামা-কাপড় কেনার জন্য টাকা পাঠান, আর উনার বাসায় গেলে খরচ করেন) এগুলো কি আমি নিতে পারব? উনার ইনকাম নিয়ে আমার সম্পূর্ণ ধারণা নেই। এটুকু জানি, উনি সারের ব্যবসা করেন, উনার মার্কেট আছে সেখান থেকে ভাড়া পান এবং অন্যকোনো আয়ের উৎসও আছে হয়তোবা। উনি গ্রামে থাকেন, তাই সেখানকার প্রচলিত দ্বীনের অবস্থা তো জানতেই পারছেন। আমি আমার পরিবার নিয়ে কি করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তিন কাফের হয়ে যান নি। যে আল্লাহ ও রাসূলকে বিশ্বাস করে, নিজেকে মুসলিম হিসেবে দাবী করে, তাকে কাফের ঘোষনা করার অধিকার কারো নেই। সুতরাং তাকে আপনার বা সমাজের কারোর কাফের ঘোষনা করা লাগবে না। তার সাথে স্বাভাবিক মুসলিমের মতো আচরণ করবেন। তার উপহার গ্রহন করবেন। আপনি আপনার পরিবার নিয়ে তার সাথে ভালো ব্যবহার করবেন। সাধ্যমত তাকে ইসলামের দাওয়াত দিবেন।