As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4802

সালাত

প্রকাশকাল: 24 Mar 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
আমার প্রশ্ন হচ্ছে- আমি অফিসের কাজে প্রতিদিন বিভিন্ন যায়গায় যেতে হয় বাসে করে। তখন নামাযের ওয়াক্ত হয়ে গেলে বাসে বসে কিভাবে নামায আদায় করব এবং কিবলা যদি পিছনের দিকে থাকে তাহলে কি কিবলা মুখী না হয়ে নামায আদায় করলে কি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম । নিকটে কোথাও গেলে বাস থেকে নেমে সালাত আদায় করবেন। দূরের যাত্রার সময় বাস মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। প্রয়োজনে যুহরের সালাত শেষ ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে পড়তে পারেন। মাগরিবও শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। বাসের ভিতর বর্তমানে সালাত আদায়ের কোন পরিবেশ নেই।