ওয়া আলাইকুস সালাম। উপার্জনের জন্য হালাল ব্যবস্থার যথেষ্ট ব্যবস্থা আছে। টিউশনিই করতে হবে, এরকম মানসিকতা ঠিক নয়। ইসলামে এই ধরণের টিউশনি অর্থাৎ গায়রে মাহরাম নারীদের এভাবে পড়ানোর অনুমতি দেই না। আপনি শুধু ছেলেদের পড়াবেন। প্রয়োজনে অন্য কোন উপার্জনের ব্যবস্থা করুন, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। সুতরাং আল্লাহর উপর ভরসা করে মেয়েদের পড়ানো ছেড়ে দিন।