কোন মুসলিম ব্যক্তির স্ত্রী, ১ কন্যা, ১ ছোট সহোদর ভাই, ৪ সহোদর বোন এবং ১ মৃত ছোট সহোদর ভাইয়ের স্ত্রী-সন্তান রহিয়াছে। এই অবস্থায় যদি উক্ত ব্যক্তি মরা যায় তবে ইসলামী ফারায়েজ বা বাংলাদেশের বিদ্যমান আইন মোতাবেক তাহার পরিত্যক্ত সম্পত্তিতে মৃত ছোট সহোদর ভাইয়ের স্ত্রী-সন্তানরা কি কোন অংশ পাইবে? যদি কোন অংশ না পায় তবে উক্ত ব্যক্তি জীবিত অবস্থায় তাহার অসহায় ভাতিজা-ভাতিজির জন্য কি করিতে পারে?