As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4793

সালাত

প্রকাশকাল: 15 Mar 2019

প্রশ্ন

আমি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বক্তব্য এবং বইসমুহের প্রশংসা করি। আমার একটি প্রশ্ন আছে, আমি কি আল-কুরআনের দুআগুলো সালাতের সিজদায় এবং সালাম ফিরানোর আগে পড়তে পারি? যদিও তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে, সিজাদায় দুআ করা অনুমোদিত। কিন্তু আমি নিশ্চিত নই কুরআনে বর্ণিত দুআ পড়া যাবে কি না।

উত্তর

জ্বী, সাজদাতে কুরআন-হাদীসে বর্ণিত যে কোন দোআ পড়া যাবে।