As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4787

শিরক-বিদআত

প্রকাশকাল: 9 Mar 2019

প্রশ্ন

আমার প্রশ্ন হলো আমি অনেকদিন নানাবাড়িতে থেকেছি সেখানে আমি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝেছি ও মানছি কিন্তু ইসলাম বুঝার পর বাড়িতে এসে দেখি আমদের মসজিদের ইমাম খুব বেদাতে লিপ্ত কিছু বক্তব্য এ শির্ক এর প্রকাশ পাওয়া যায় আবার তার উচ্চারন লাহনে জলী ও লাহনে খফিতে চলে যায় তার পিছনে নামায পড়ব কি? আর আমাদের গ্রামে একটা ই মসজিদ তাও খুব দূরে

উত্তর

ইমাম সাহেবের কুরআন পড়ার মধ্যে যদি এমন স্পষ্ট ভুল হয়, যাতে সুস্পষ্টভাবে অর্থ বিকৃত হয়ে যায় তাহলে তার পিছনে নামায পড়া যাবে না। আর ইমাম সাহেব পাপে লিপ্ত থাকলেও তার পিছনে নামায ত্যাগ করা যাবে না। তবে অন্য কোন মসজিদে যদি আরো ভালো কোন ইমাম থাকেন তবে সেখানে নামায পড়া উত্তম।