As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4767

আদব আখলাক

প্রকাশকাল: 17 Feb 2019

প্রশ্ন

প্রিয় শায়েখ, আস-সালামু আলাইকুম। একটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য অনুরোধ করছি: মা-বাবার নাম করনে মসজিদ মাদ্রাসা হেফজখানা দেয়া যাবে কিনা? যেমন : হারেছা গনি নূরানী মাদ্রাসা ও হেফজ খানা। যাজাক আল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মা-বাবা বা অন্য কারো নামে নামকরণ না করলেও তো আল্লাহ সব কিছুর নিয়ত জানেন, সুতরাং এভাবে কারো নামে নামকরণ না করা ভালো। কারণ এতে লোক দেখানোর বিষয়টি ইচ্ছা বা অনিচ্ছায় চলে আসতে পারে। তবে এভাবে নামকরণ করা অবৈধ বা না জায়েজ নয়, জায়েজ আছে।