আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। শায়েখ,
আমি প্রায় ২ মাস বা এর কিছু বেশি দিন হতে অসুস্থ। আমার মাথা,দুই চোয়াল,কানে এবং ঘাড়ে প্রচন্ড ব্যাথা। ডান চোখের পলক ঠিকমত পড়ছিলো না এবং মুখটা বামদিকে বাঁকা হয়ে গিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে বলেছেন নার্ভে এক ধরনের ভিটামিনের অভাবে রক্ত চলাচল করতে সমস্যা হচ্ছে তাই ব্যাথাগুলো এবং চোখের সমস্যা হচ্ছে। আর এক প্রকার ভাইরাসের আক্রমণে মুখের সমস্যা হয়েছে। তাই তিনি ঔষধ+বাড়িতে বিশ্রাম নিতে নির্দেশনা দিয়েছেন। বর্তমানে চোখ,মুখ এবং মাথার সমস্যা ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু চোয়াল,কান ও ঘাড়ের সমস্যাটা এখনো আছে। এখন প্রশ্ন হলোঃ
১/ গত ২ মাস আমি মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়েছি এতে আমার কোন গুনা হবে কিনা?
২/ বর্তমানে আমি যখন একটু সুস্থ অনুভব করি তখন মসজিদে যায় এবং যখন অসুস্থ অনুভব করি তখন বাড়িতে নামাজ পড়ি। এতে আমার নামাজ বিশুদ্ধ হবে কিনা?
উত্তর পেলে কৃতজ্ঞ হতাম। জাযাকাল্লাহু খইরান।