As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4755

সালাত

প্রকাশকাল: 5 Feb 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা হল যে মুক্তাদি যদি নামাজে ভুল করে তাহলে কি তার সেই পাপ ইমামের উপরে চাপবে এবং ইমামকে এর জন্য জিজ্ঞাসা করা হবে যে কেনো মুক্তাদীদের ভুল হয়েছিল?যদি ইমামের উপরে পাপ চাপে তাহলে তো অনেকেই আছে যারা সঠিক নামায পড়তে জানেনা বা পারেনা, সেই পাপ গুলো ও কি ইমামের উপরে চাপবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, মুক্তাদির ভুলের পাপ ইমাম বহন করবে না। যার যার পাপ সে বহন করবে।